প্রকাশিত: Sat, Jul 29, 2023 8:45 PM আপডেট: Mon, Jan 26, 2026 9:00 AM
[১]বিএনপির অবস্থান কর্মসূচিতে পুলিশের বেধড়ক পিটুনি [২]নয়াবাজার, গাবতলী ও মাতুয়াইল রণক্ষেত্র [৩]গয়েশ^র ও আমানসহ আহত দুই শতাধিক, গ্রেপ্তার ১২৪
রিয়াদ হাসান: [৪] সরকার পতনের এক দফা দাবির অংশ হিসেবে রাজধানী ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রবেশমুখে অবস্থান কর্মসূচির পালন করে বিএনপি। তবে পুলিশের অনুমতি না থাকায় জনসমাগম এবং কর্মসূচি পালনে বাধা দেয় আইন শৃঙ্খলা বাহিনী।
[৫] রাজধানীর উত্তরায় বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। বিএনএস সেন্টারের সামনে বিএনপি নেতাকর্মীদের সংখ্যা ক্রমেই বাড়তে থাকলে পুলিশ তাদের ধাওয়া দেয়। এসময় দুপক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে রামপুরা মহিলা দলের নেত্রী নিলুফা ইয়াসমিন নিলুর মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ নেতা-কর্মীদের ওপর টিয়ারসেল নিক্ষেপ করে।
[৬] গাবতলীতে বিএনপির মিছিল থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করা হয়। পরে আওয়ামী লীগের নেতাকর্মীরাও লাঠিসোঁটা নিয়ে পাল্টা আক্রমণ করে। দুই পক্ষের এই সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন। বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানল্লাহ আমান অসুস্থ হয়ে পড়লে তাকে জাতীয় হৃদরোগ হাসপাতালে নিয়ে যায় পুলিশ।
[৭] ধোলাইখাল মোড়ে বেলা ১১টায় অবস্থান কর্মসূচি শুরু করেন বিএনপি নেতাকর্মীরা। সাড়ে ১১টার দিকে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষ বাঁধে। একপর্যায়ে পুলিশের পিটুনিতে আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে যান গয়েশ্বর রায়। সেখান থেকে তাকে পুলিশ ভ্যানে করে প্রথমে নিয়ে যাওয়া হয় রাজারবাগের পুলিশ হাসপাতালে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। তারপর পৌঁছে দেওয়া হয় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে।
[৮] এই স্পট থেকে বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদকে আটক করা হয়েছে।
[৯] এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাতুয়াইলে অবস্থান নেয় দলটির স্থানীয় নেতাকর্মীরা। দুপুর পৌনে ১২টার দিকে পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে সংঘর্ষ শুরু হয়। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাতুয়াইলে তিনটি বাসে আগুন দেওয়া হয়। সম্পাদনা : সালেহ্ বিপ্লব
আরও সংবাদ
[১]মানুষ প্রতিটি হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার চায়: জি এম কাদের [২]ছাত্রদের ৯ দফায় সমর্থন
[১]শিক্ষার্থীদের সঙ্গে সংঘাত এড়াতে নিজেদের কর্মসূচি বাতিল করেছি: ওবায়দুল কাদের
[১]শিক্ষার্থী বনাম সরকার গেইম খেলে ফায়দা লুটতে চায় একটি মহল: ওবায়দুল কাদের
[১]নির্যাতন যত বাড়বে, গণপ্রতিরোধ ততোই দুর্বার হবে: মির্জা ফখরুল
[১]শোকাবহ আগস্টের প্রথম দিন আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি
[১]জামায়াত নিষিদ্ধ নিয়ে মির্জা ফখরুল বললেন, স্বৈরাচার সরকাররা এ ধরনের সিদ্ধান্ত নেয়
[১]মানুষ প্রতিটি হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার চায়: জি এম কাদের [২]ছাত্রদের ৯ দফায় সমর্থন
[১]শিক্ষার্থীদের সঙ্গে সংঘাত এড়াতে নিজেদের কর্মসূচি বাতিল করেছি: ওবায়দুল কাদের
[১]শিক্ষার্থী বনাম সরকার গেইম খেলে ফায়দা লুটতে চায় একটি মহল: ওবায়দুল কাদের
[১]নির্যাতন যত বাড়বে, গণপ্রতিরোধ ততোই দুর্বার হবে: মির্জা ফখরুল
[১]শোকাবহ আগস্টের প্রথম দিন আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি